BDO, SDO & municipality Office Recruitment: শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
Important Dates:
আবেদন শুরু | 30/12/2024 |
আবেদনের শেষ তারিখ | 10/01/2025 |
নিয়োগকারী দপ্তরঃ প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট পদগুলি জেলা কল্যাণ আধিকারিক কার্যালয়, BCW&TD দপ্তরের (Office of the District Welfare Officer Backward Classes Welfare & Tribal Development, Purba Medinipur) অধীনে নিয়োগ করা হবে।
পদের নাম
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, অতিরিক্ত পরিদর্শক পদে নিয়োগ সম্পন্ন করা হবে।
পদের সংখ্যা
মোট ২৪টি শূন্য পদের কথা উল্লেখ আছে।
বেতন কাঠামো
মোট ১২,০০০/- টাকা। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। অফিসিয়াল নোটিশ এর লিঙ্ক নিম্নে দেওয়া আছে।
বয়স সীমা
আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বাধিক ৬৪ বছর হতে হবে। এক্ষেত্রে এই যোগ্য প্রার্থীদের আবেদন করতে বয়স গণনা করা হবে ১ জনুয়ারি ২০২৫ অনুযায়ী।সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর (SC/ST/OBC) চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের এক্ষেত্রে আবেদন করতে বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তা বিস্তারিত জানতে নিম্নে দেওয়া অফিসিয়াল নোটিশটি ফলো করুন(BDO, SDO & municipality Office Recruitment)।আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত তথ্য যাচাই করতে হবে। পরিপূর্ণ যোগ্যতা থাকলে, আবেদন জমা দেওয়া বা ইন্টারভিউতে উপস্থিত হওয়ার জন্য পদক্ষেপ নিতে পারবেন।
Read more: রেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ,শূন্য পদ ৩৩ হাজার, ১৯ জোনে পোস্টিং,মাধ্যমিক পাশে আবেদন করুন।
How to apply for BDO, SDO & municipality Office Recruitment ?
- উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হবে।
- নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
- আবেদনপত্র ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল নোটিশ থেকে।
- আবেদনপত্র A4 পেজে প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি সংযুক্ত করতে হবে।
- আবেদনপত্র জমা দেওয়ার সময়: ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ১০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।ছুটির দিন বাদে অন্যান্য দিনে ফর্ম জমা দেওয়া যাবে।
- ফর্ম জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলার কল্যাণ আধিকারিক কার্যালয়ে, অর্থাৎ অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
District Welfare Office, BCW&TD, Purba Medinipur, Nimtouri, A Block (First Floor)
নিয়োগের পদ্ধতি
- প্রার্থীদের জন্য কোনো লিখিত পরীক্ষার ব্যবস্থা নেই।
- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
- ওয়াক-ইন ইন্টারভিউয়ের আয়োজন করা হবে, যেখানে যোগ্য প্রার্থীরা অংশ নিতে পারবেন(BDO, SDO & municipality Office Recruitment)।
- ইন্টারভিউর তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি ২০২৫।
- প্রার্থীদের সকাল ১১টার মধ্যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসহ উপস্থিত থাকতে হবে।
- সিলেকশন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Important Links:
Official Notice | Download |
Website | Click here |