WB Group D Job Recruitment 2025: রাজ্যের ২টি হোস্টেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখনই আবেদন করুন।

By MD AKIBUDDIN LASKAR

Published On:

Follow Us
WB Group D Job Recruitment 2025

WB Group D Job Recruitment 2025: শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।

Important Dates:

আবেদন প্রক্রিয়া শুরু২৩/১২/২০২৪
আবেদনের শেষ তারিখ০৫/০১/২০২৫

নিয়োগকারী দপ্তরঃ মেচগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয় , পূর্ব মেদিনাপুর।

পদের নাম

আবেদনকারীকে অতি অবশ্যই পূর্ব মেদিনাপুর জেলার পাঁশকুড়া- ১ ব্লক এর বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট জেলার সরকারি বিদ্যালয়ের ছাত্রাবাসে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের মধ্যে রয়েছে –

  • হোস্টেল সুপারিনটেনডেন্ট
  • কুক
  • হেল্পার

পদের সংখ্যা

পদের নামমোট শূন্য পদ
হোস্টেল সুপারিনটেনডেন্ট
কুক
হেল্পার

বেতন কাঠামো (WB Group D Job Recruitment 2025)

পদের নামমাসিক বেতন
হোস্টেল সুপারিনটেনডেন্ট১০,০০০/-
কুক৭০০০/-
হেল্পার৫০০০/-

বয়স সীমা

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের (WB Group D Job Recruitment 2025) ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত বয়সসীমায় ছাড়ের সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

হোস্টেল সুপারিনটেনডেন্ট পদের জন্য আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে ৬ মাসের কম্পিউটার কোর্স সম্পন্ন করা আবশ্যক।

কুক ও হেল্পার পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হওয়া জরুরি এবং রান্নার কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আরও পড়ুনঃ বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পোস্ট অফিসে ,অভিজ্ঞতা ছাড়াই চাকরির দারুণ সুযোগ 

আবেদন পদ্ধতি (WB Group D Job Recruitment 2025)

  • আবেদন প্রক্রিয়ায় অফলাইনে অংশগ্রহণ করার জন্য প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
  • বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি A4 পেজে প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে।
  • আবেদনপত্র পূরণের পর প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে।
  • আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা নিম্নে উল্লেখ করা হয়েছে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা-

সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাযালয় , পাঁশকুড়া- ১ ব্লক , ডাক ঘর- বালিদংরি, পিন- ৭২১১৩৯, পূর্ব মেদিনাপুর।

ডকুমেন্ট কি লাগবে?

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের জমা দেওয়ার প্রয়োজনীয় নথিপত্র হল:

  • প্রার্থীর নিজস্ব পরিচয়পত্র।
  • বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড বা জন্ম সনদ।
  • ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট (প্রয়োজনীয় নয়)।
  • PWD সার্টিফিকেট (প্রয়োজনীয় নয়)।
  • বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি।

নিয়োগের পদ্ধতি

  • চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে (WB Group D Job Recruitment 2025) লিখিত পরীক্ষা নেওয়া হবে।
  • এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের প্রাথমিক যোগ্যতা যাচাই করা হবে।
  • যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের পরবর্তী ধাপে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
  • ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা মূল্যায়ন করা হবে।
  • ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যায়ে প্রার্থীদের জমা দেওয়া নথিপত্র যাচাই করে তাদের যোগ্যতা নিশ্চিত করা হবে।
  • পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই উপযুক্ত প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
  • এই প্রক্রিয়া প্রার্থীদের সঠিকভাবে নির্বাচন করতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে।

Important Link

Official NotificationDownload

MD AKIBUDDIN LASKAR

Md Akibuddin Laskar ! Two years of experience in creating diverse content across industries, blending creativity with SEO strategies to deliver impactful, high-quality work.

Leave a Comment