Indian Marchant Navy Recruitment: ভারতের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আবারও এলো একটি দারুণ চাকরির সুযোগ। ইন্ডিয়ান মার্চেন্ট নেভি থেকে প্রকাশিত হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে কুক, ডেকোরেটিংসহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
Important Dates:
আবেদন শুরু | ৬ জানুয়ারি ২০২৫ |
আবেদন শেষ | ১০ ফেব্রুয়ারি ২০২৫ |
নিয়োগকারী দপ্তরঃ MERCHANT NAVY
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
ডেকোরটিং | ৩৯৯ টি |
ইঞ্জিন রেটিং | ২০১ টি |
নাবিক | ১৯৬ টি |
ইলেকট্রিশিয়ান | ২৯০ টি |
ওয়েল্ডার | ৭০ টি |
মেস বয় | ১৮৮ টি |
রান্না | ৪৬৬ টি |
বেতন কাঠামো (Indian Marchant Navy Recruitment)
পদের নাম | মাসিক বেতন (টাকা) |
---|---|
ডেকোরটিং | ৫০,০০০/- থেকে ৮৫,০০০/- |
ইঞ্জিন রেটিং | ৪০,০০০/- থেকে ৬০,০০০/- |
নাবিক | ৩৮,০০০/- থেকে ৫৫,০০০/- |
ইলেকট্রিশিয়ান | ৬০,০০০/- থেকে ৯০,০০০/- |
ওয়েল্ডার | ৫০,০০০/- থেকে ৮৫,০০০/- |
মেস বয় | ৪০,০০০/- থেকে ৬০,০০০/- |
রান্না | ৪০,০০০/- থেকে ৬০,০০০/- |
বয়স সীমা
আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা
ইন্ডিয়ান মার্চেন্ট নেভি নিয়োগ ২০২৫-এ সাতটি পৃথক পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা পদভেদে ভিন্ন। বিস্তারিত তথ্য:
- ডেকোরটিং: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ।
- ইঞ্জিন রেটিং: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ।
- নাবিক: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ।
- ইলেকট্রিশিয়ান: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই ডিগ্রি।
- ওয়েল্ডার: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই ডিগ্রি।
- মেস বয়: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ।
- রান্না: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ।
Read more: সুপ্রিম কোর্টে চাকরির দুর্দান্ত সুযোগ! প্রতি মাসে বেতন ₹৮০,০০০/- টাকা।
How to apply for Indian Marchant Navy Recruitment?
ইন্ডিয়ান মার্চেন্ট নেভির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন। আবেদন করার ধাপগুলো:
- প্রতিবেদনের নিচে দেওয়া অনলাইন আবেদন লিংকে ক্লিক করুন।
- নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন।
- প্রয়োজনীয় দস্তাবেজ স্ক্যান করে ফর্মের সঙ্গে আপলোড করুন।
- আপনার কাস্ট অনুযায়ী আবেদন ফি (₹১০০/-) জমা দিন।
- সবশেষে “সাবমিট” অপশনে ক্লিক করে আবেদন জমা করুন।
আবেদন ফি
- সকল প্রার্থীদের জন্য: ₹১০০/-
নিয়োগের পদ্ধতি
ইন্ডিয়ান মার্চেন্ট নেভি নিয়োগ ২০২৫-এ প্রার্থী নির্বাচন দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।(Indian Marchant Navy Recruitment)