Uttar Dinajpur District Court Recruitment: আপনি কি চাকরির খোঁজে আছেন? তাহলে আপনার জন্য দারুণ একটি সুখবর রয়েছে। উত্তর দিনাজপুর জজ অফিস থেকে সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইংরেজি স্টেনোগ্রাফার পদে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
Important Dates:
আবেদন শুরু | ১১ জানুয়ারি ২০২৫ |
আবেদন শেষ | ২২ জানুয়ারি ২০২৫ |
নিয়োগকারী দপ্তরঃ OFFICE OF THE DISTRICT JUDGE
UTTAR DINAJPUR AT RAIGANJ
পদের নাম
ইংলিশ স্টেনোগ্রাফার
শূন্য পদের সংখ্যা
মোট ৩টি শূন্যপদ
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩২,১০০/- টাকা থেকে ৮২,৯০০/- টাকা পর্যন্ত বেতন পাবেন।
বয়স সীমা
- সর্বনিম্ন বয়স: ১৮ বছর
- সর্বোচ্চ বয়স: ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা
ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করতে, প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি, কম্পিউটার প্রশিক্ষণের একটি সার্টিফিকেট থাকা আবশ্যক।
Read more: পশ্চিমবঙ্গে আধার সুপারভাইজার ও অপারেটর পদে নিয়োগ, বিস্তারিত জানতে দেখুন।
How to apply for Uttar Dinajpur District Court Recruitment?
যেসব প্রার্থী উল্লিখিত যোগ্যতা ও বয়স সীমা পূরণ করেন, তারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- “Recruitment” বিভাগে ক্লিক করে অনলাইন আবেদন লিংকটি খুঁজুন।
- নতুন একটি পেজ খুলবে, যেখানে সঠিক তথ্য পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
- সবশেষে “Submit” অপশনে ক্লিক করে আবেদন জমা দিন। (Uttar Dinajpur District Court Recruitment)
Important Links
Official Notification | Download |
Official website | Click here |