DM Office Recruitment 2025: পশ্চিমবঙ্গের চাকরিপ্রত্যাশীদের জন্য আরেকটি দারুণ সুযোগ! দক্ষিণ দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেট অফিসে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পরামর্শদাতা, প্যারা মেডিক্যাল স্টাফ, অ্যাকাউন্ট্যান্টসহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ | ১ ফেব্রুয়ারি ২০২৫ |
আবেদন শেষের তারিখ | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ |
পদের নাম ও সংখ্যা
পদের নাম | শূন্যপদ সংখ্যা | মাসিক বেতন |
---|---|---|
অফিসার-ইন-চার্জ | ১ | ৩৩,১০০/- টাকা |
কাউন্সেলর | ১ | ২৩,১৭০/- টাকা |
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার (সিডব্লিউও)/ কেস ওয়ার্কার/ প্রবেশন অফিসার | ১ | ২৩,১৭০/- টাকা |
হাউস ফাদার | ১ | ১৪,৫৬৪/- টাকা |
প্যারা মেডিক্যাল স্টাফ | ১ | ১২,০০০/- টাকা |
স্টোরকিপার কাম অ্যাকাউন্ট্যান্ট | ১ | ১৮,৫৩৬/- টাকা |
হেল্পার-কাম-নাইট ওয়াচম্যান | ১ | ১২,০০০/- টাকা |
যোগ্যতার মানদণ্ড
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা (বছরে) |
---|---|---|
অফিসার-ইন-চার্জ | সোশ্যাল ওয়ার্ক/সাইকোলজি/ল অ্যান্ড সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি | ২৭-৪২ |
কাউন্সেলর | সাইকোলজি/সোশ্যাল ওয়ার্ক/সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি | ২৪-৪০ |
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার/কেস ওয়ার্কার/প্রবেশন অফিসার | সোশ্যাল ওয়ার্ক/সাইকোলজি/সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি বা এলএলবি | ২৪-৪০ |
হাউস ফাদার | উচ্চমাধ্যমিক পাশ | ২১-৪০ |
প্যারা মেডিক্যাল স্টাফ | উচ্চমাধ্যমিক পাশ + GNM/ANM ডিপ্লোমা | ২১-৪০ |
স্টোরকিপার কাম অ্যাকাউন্ট্যান্ট | কমার্সে স্নাতক + কম্পিউটার জ্ঞান | ২১-৪০ |
হেল্পার-কাম-নাইট ওয়াচম্যান | মাধ্যমিক পাশ | ২১-৪০ |
How to apply for DM Office Recruitment 2025?
- দক্ষিণ দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- হোমপেজ থেকে “Apply Now” অপশনে ক্লিক করুন।
- আবেদন ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
- সমস্ত তথ্য যাচাই করে আবেদন সাবমিট করুন।
নিয়োগ প্রক্রিয়া
এই নিয়োগ তিনটি ধাপে সম্পন্ন হবে:
- লিখিত পরীক্ষা
- কম্পিউটার পরীক্ষা
- ভাইভা (মৌখিক পরীক্ষা)
যারা সরকারি চাকরির সুযোগ খুঁজছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন!(DM Office Recruitment 2025)
Important Links
Official Website | Apply Now |