DM Office Recruitment 2025: জেলা ম্যাজিস্ট্রেট অফিসে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের সুযোগ! আবেদন প্রক্রিয়া জানতে বিস্তারিত পড়ুন।

By MD AKIBUDDIN LASKAR

Published On:

Follow Us
DM Office Recruitment 2025

DM Office Recruitment 2025: পশ্চিমবঙ্গের চাকরিপ্রত্যাশীদের জন্য আরেকটি দারুণ সুযোগ! দক্ষিণ দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেট অফিসে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পরামর্শদাতা, প্যারা মেডিক্যাল স্টাফ, অ্যাকাউন্ট্যান্টসহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ১ ফেব্রুয়ারি ২০২৫
আবেদন শেষের তারিখ২৮ ফেব্রুয়ারি ২০২৫

পদের নাম ও সংখ্যা

পদের নামশূন্যপদ সংখ্যামাসিক বেতন
অফিসার-ইন-চার্জ৩৩,১০০/- টাকা
কাউন্সেলর২৩,১৭০/- টাকা
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার (সিডব্লিউও)/ কেস ওয়ার্কার/ প্রবেশন অফিসার২৩,১৭০/- টাকা
হাউস ফাদার১৪,৫৬৪/- টাকা
প্যারা মেডিক্যাল স্টাফ১২,০০০/- টাকা
স্টোরকিপার কাম অ্যাকাউন্ট্যান্ট১৮,৫৩৬/- টাকা
হেল্পার-কাম-নাইট ওয়াচম্যান১২,০০০/- টাকা

যোগ্যতার মানদণ্ড

পদের নামশিক্ষাগত যোগ্যতাবয়সসীমা (বছরে)
অফিসার-ইন-চার্জসোশ্যাল ওয়ার্ক/সাইকোলজি/ল অ্যান্ড সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি২৭-৪২
কাউন্সেলরসাইকোলজি/সোশ্যাল ওয়ার্ক/সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি২৪-৪০
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার/কেস ওয়ার্কার/প্রবেশন অফিসারসোশ্যাল ওয়ার্ক/সাইকোলজি/সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি বা এলএলবি২৪-৪০
হাউস ফাদারউচ্চমাধ্যমিক পাশ২১-৪০
প্যারা মেডিক্যাল স্টাফউচ্চমাধ্যমিক পাশ + GNM/ANM ডিপ্লোমা২১-৪০
স্টোরকিপার কাম অ্যাকাউন্ট্যান্টকমার্সে স্নাতক + কম্পিউটার জ্ঞান২১-৪০
হেল্পার-কাম-নাইট ওয়াচম্যানমাধ্যমিক পাশ২১-৪০

Read more: রাজ্যের সরকারি দপ্তরে ক্লার্ক ও পিয়ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, মাসিক বেতন শুরু ১৬,৮০০ টাকা থেকে।

How to apply for DM Office Recruitment 2025?

  1. দক্ষিণ দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
  2. হোমপেজ থেকে “Apply Now” অপশনে ক্লিক করুন।
  3. আবেদন ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
  4. সমস্ত তথ্য যাচাই করে আবেদন সাবমিট করুন।

নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগ তিনটি ধাপে সম্পন্ন হবে:

  1. লিখিত পরীক্ষা
  2. কম্পিউটার পরীক্ষা
  3. ভাইভা (মৌখিক পরীক্ষা)

যারা সরকারি চাকরির সুযোগ খুঁজছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন!(DM Office Recruitment 2025)

Important Links

Official WebsiteApply Now

MD AKIBUDDIN LASKAR

Md Akibuddin Laskar ! Two years of experience in creating diverse content across industries, blending creativity with SEO strategies to deliver impactful, high-quality work.

Leave a Comment