Railway Recruitment 2025: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনে ১৮৫৬টি শূন্যপদে টিকিট কালেক্টর ও স্টেশন মাস্টার নিয়োগ! দ্রুত আবেদন করুন।

By MD AKIBUDDIN LASKAR

Published On:

Follow Us
Railway Recruitment 2025

Railway Recruitment 2025: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের পক্ষ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে টিকিট কালেক্টর, স্টেশন মাস্টারসহ বিভিন্ন পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। ১৮৫৬টি শূন্যপদে নিয়োগের এই সুযোগ পেতে আগ্রহী ভারতীয় নাগরিকরা দ্রুত আবেদন প্রক্রিয়া, নিয়োগ পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা ও বেতন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৫
আবেদন শেষের তারিখ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নিয়োগকারী সংস্থা: North East Frontier Railway

পদের নাম ও শূন্যপদ সংখ্যা

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। নিচে বিস্তারিত উল্লেখ করা হলো—

  • জুনিয়র ইঞ্জিনিয়ার: ৬১টি
  • এসএসই: ৪৪টি
  • প্রধান: ১২টি
  • ওএস/জি: ৫০টি
  • ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-I: ৩৩টি
  • ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-III: ৭৯টি
  • ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-IV: ২৩৭টি
  • টেকনিশিয়ান: ২২১টি
  • সহকারী: ৫১৫টি
  • সিনিয়র টেকনিশিয়ান: ৭৮টি
  • সিএমএস: ১০টি
  • প্রধান টিকিট পরিদর্শক: ৪টি
  • প্রধান টিকিট ভ্রমণ পরিদর্শক: ৩৭টি
  • সিনিয়র বাণিজ্যিক ও টিকিট সংগ্রাহক: ৮টি
  • বাণিজ্যিক ও টিকিট সংগ্রাহক: ৫১টি
  • রানিং রুম বেয়ারার: ১টি
  • অফিস সহকারী/বাণিজ্যিক: ১টি
  • বাণিজ্যিক কুরিয়ার: ২টি
  • ওয়েটিং রুম বেয়ারার: ৬টি
  • প্রধান বাণিজ্যিক ও বিপণন পরিদর্শক: ৪টি
  • বাণিজ্যিক ও বিপণন পরিদর্শক: ৭টি
  • সিএলএ: ১টি
  • প্রধান নিয়ন্ত্রক: ৭টি
  • বিভাগ নিয়ন্ত্রক: ৮টি
  • স্টেশন সুপারিনটেনডেন্ট: ৩টি
  • স্টেশন মাস্টার: ১৬টি
  • দারোয়ান: ১৬৪টি
  • স্টেনোগ্রাফার: ২৯টি
  • গৃহস্থালি সহকারী: ১টি
  • প্রধান নার্সিং সুপারিনটেনডেন্ট: ৪টি
  • নার্সিং সুপারিনটেনডেন্ট: ৫টি
  • স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক: ৮টি
  • ফার্মাসিস্ট: ৮টি
  • ল্যাব টেকনিশিয়ান: ১টি
  • হাসপাতাল সহকারী: ৫টি
  • ডিএমএস/ওএস: ৬টি
  • সিনিয়র কেরানি: ২টি

মোট শূন্যপদ: ১৮৫৬টি

যোগ্যতা ও বয়সসীমা

  • শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার তথ্য উল্লেখ রয়েছে।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৬৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে।(Railway Recruitment 2025)

Read more:রেলে আবারও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখনই আবেদন করুন।

How to apply for Railway Recruitment 2025?

১. ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট (nfr.indianrailways.gov.in) এ যান।
2. “Apply Now” অপশনে ক্লিক করুন।
3. প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
4. প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
5. Submit বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন হবে।

আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং দ্রুত আবেদন করুন। এই সুযোগ হাতছাড়া করবেন না!(Railway Recruitment 2025)

Important Links

Official WebsiteClick here

MD AKIBUDDIN LASKAR

Md Akibuddin Laskar ! Two years of experience in creating diverse content across industries, blending creativity with SEO strategies to deliver impactful, high-quality work.

Leave a Comment