India Post GDS Recruitment 2025: যারা মাধ্যমিক পাশ করে চাকরির সন্ধান করছেন, তাদের জন্য ভারতীয় ডাক বিভাগ (India Post) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
Important Dates:
আবেদন শুরু তারিখ | ১০ ফেব্রুয়ারি ২০২৫ |
আবেদন শেষ তারিখ | ৩ মার্চ ২০২৫ |
নিয়োগ সংস্থা: India Post
নিয়োগকৃত পদের নাম ও শূন্যপদ সংখ্যা
- শাখা পোস্টমাস্টার (BPM)
- সহকারী শাখা পোস্টমাস্টার (ABPM)
- ডাক সেবক
মোট শূন্যপদ: ২১,৪১৩টি
মাসিক বেতন
- শাখা পোস্টমাস্টার (BPM): ১২,০০০ – ২৯,৩৮০ টাকা
- সহকারী পোস্টমাস্টার (ABPM): ১০,০০০ – ২৪,৪৭০ টাকা
- ডাক সেবক: ১০,০০০ – ২৪,৪৭০ টাকা
যোগ্যতা ও বয়সসীমা
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হতে হবে (যে কোনো স্বীকৃত বোর্ড থেকে)।
- কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক।
- বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
Read more: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ – অনলাইনে আবেদন করুন!
How to apply for India Post GDS Recruitment 2025 ?
১. India Post-এর অফিসিয়াল ওয়েবসাইট খুলুন।
2. ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
3. ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
4. জরুরি নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
5. অনলাইন পেমেন্টের মাধ্যমে আবেদন ফি জমা করুন।
6. সর্বশেষে “Submit” অপশনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।
আবেদন ফি:
- General/OBC/EWS: ১০০ টাকা
- SC/ST/PwD/মহিলা: বিনামূল্যে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া
এই নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা লাগবে না। সরাসরি শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচিত হবেন।
দ্রুত আবেদন করুন! এই সুযোগ হাতছাড়া করবেন না।(India Post GDS Recruitment 2025 )
Important Links
Official Notification | Download |
Official Website | Click here |
WEUVTP JNAcVT KUzDFKI YKlGgG LjsGKzL HCm
ANXT wmOmzz dBasfb DXIGUy mjWZtf