Aadhar Recruitment 2025: যারা চাকরির সন্ধানে আছেন, তাদের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়েই অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
নিয়োগ সংস্থা: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)
পদের নাম ও শূন্যপদ সংখ্যা
নিয়োগ করা হবে নিম্নলিখিত পদে—
- Regional Officer
- Section Officer
- Deputy Director
- Senior Account Officer
- Assistant Account Officer
- Accountant
- Stenographer
- Assistant
শূন্যপদের সংখ্যা: অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ রয়েছে।
যোগ্যতা ও বয়সসীমা
- শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক / উচ্চমাধ্যমিক / স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে।
- বয়সসীমা:
- ন্যূনতম ১৮ বছর।
- ০১/০১/২০২৫ অনুযায়ী বয়স গণনা করা হবে।
- সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রদান করা হবে।
বেতন কাঠামো
- প্রতি মাসে বেতন: ১৮,০০০ টাকা থেকে ৯৫,০০০ টাকা পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়া
- অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
How to apply for Aadhar Recruitment 2025?
১. UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট (uidai.gov.in) এ প্রবেশ করুন।
2. নতুন ব্যবহারকারী হলে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
3. সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
4. প্রয়োজনীয় নথি নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করুন।
5. নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- বয়সের প্রমাণপত্র
- আধার কার্ড
- জাত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- জীবনবৃত্তান্ত (CV/Resume)
- পাসপোর্ট সাইজের ছবি
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিশ্চিত হয়ে আবেদন করুন।
- নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন।
এ সুযোগ হাতছাড়া করবেন না, দ্রুত আবেদন করুন।(Aadhar Recruitment 2025)
Important Links
Official Notification | Download |
Official Website | Click here |