BCW Department Job Vacancy 2025: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ! পশ্চিমবঙ্গ সরকার উপ-বিভাগীয় কর্মকর্তার কার্যালয় দপ্তর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও মহিলা উভয়েই রাজ্যের যে কোনো জেলা থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
নিয়োগ সংস্থা: Backward Classes Welfare & Tribal Development
পদের নাম ও শূন্যপদ সংখ্যা
- পদ: Additional Inspector
- মোট শূন্যপদ: ০১টি
ইন্টারভিউয়ের তারিখ
- ০৬ মার্চ ২০২৫
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে সরকারি পরিদর্শক, সম্প্রসারণ অফিসার, প্রধান ক্লার্ক বা ইউডি ক্লার্ক পদ থেকে অবসরপ্রাপ্ত হতে হবে।
বয়সসীমা
- সর্বোচ্চ ৬৫ বছর (০১/০১/২০২৫ অনুযায়ী)।
বেতন কাঠামো
- প্রতি মাসে বেতন: ১২,০০০ টাকা।
নিয়োগ প্রক্রিয়া
- শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
How to apply for BCW Department Job Vacancy 2025?
১. অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন।
2. A4 সাইজের পেপারে প্রিন্ট করুন ও হাতে লিখে পূরণ করুন।
3. প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করুন।
4. উল্লেখিত ঠিকানায় নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- জন্ম তারিখের প্রমাণপত্র
- EPIC/আধার কার্ড
- অবসরপ্রাপ্ত কাজের প্রমাণপত্র
- PPO সংস্থাপত্র
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- birbhum.gov.in ওয়েবসাইট থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি পড়ে নিশ্চিত হয়ে আবেদন করুন।
- নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হন।
এই সুযোগ হাতছাড়া করবেন না, দ্রুত আবেদন করুন!(BCW Department Job Vacancy 2025)
Important Links
Official Notification | Download |
Official Website | Click here |