AAI Staff Vacancy 2025: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ! এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) সম্প্রতি বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুরুষ ও মহিলা উভয়েই অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
Important Dates:
আবেদন শুরু তারিখ | ইতিমধ্য শুরু হয়েছে |
আবেদন শেষ তারিখ | ১৮ মার্চ ২০২৫ |
নিয়োগ সংস্থা: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)
পদের নাম
Junior Executive (Fire Services, Human Resources, Official Language)
মোট শূন্যপদ
৮৩টি
বয়সসীমা ও বেতন
- বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর (১৮/০৩/২০২৫ অনুযায়ী)। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।
- বেতন:
- ন্যূনতম: ৪০,০০০ টাকা প্রতি মাসে
- সর্বোচ্চ: ১,৪০,০০০ টাকা প্রতি মাসে
শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র এক্সিকিউটিভ (ফায়ার সার্ভিস):
- ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি (Fire Engineering / Mechanical Engineering / Automobile Engineering)।
জুনিয়র এক্সিকিউটিভ (মানব সম্পদ):
- স্নাতক ডিগ্রি এবং MBA (HRM / HRD / PM & IR / শ্রম কল্যাণে বিশেষায়িত)।
জুনিয়র এক্সিকিউটিভ (সরকারি ভাষা):
- হিন্দি বা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি।
- প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। (AAI Staff Vacancy 2025)
আবেদন ফি
ক্যাটাগরি | আবেদন ফি |
---|---|
সাধারণ / OBC / EWS | ১০০০ টাকা |
SC / ST / PwBD / মহিলা | বিনামূল্যে |
How to apply for AAI Staff Vacancy 2025?
- AAI-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.aai.aero) এ যান।
- নতুন প্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্ম পূরণ করুন।
- প্রয়োজনীয় নথিপত্র নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করুন।
- সঠিক সময়ের মধ্যে আবেদন ফি জমা দিন।
- আবেদন ফর্ম সাবমিট করে ফাইনাল প্রিন্টআউট নিন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
- জন্ম তারিখের প্রমাণপত্র।
- পরিচয়পত্র (ID Proof)।
- জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
- পাসপোর্ট সাইজের ছবি।
নিয়োগ প্রক্রিয়া
নিয়োগ তিনটি ধাপে সম্পন্ন হবে:
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
- ডকুমেন্ট যাচাই (Document Verification)
- শারীরিক পরীক্ষা (Physical Test)
যারা যোগ্য ও আগ্রহী, তারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি পড়ে দ্রুত আবেদন করুন!(AAI Staff Vacancy 2025)
Important Links
Official Notification | Download |
Official Website | Click here |