Anandahara Project Recruitment 2025: আনন্দধারা প্রকল্পের অধীনে বিপুল সংখ্যক মহিলা কর্মী নিয়োগের সুযোগ! আবেদন করার প্রক্রিয়া জানতে বিস্তারিত দেখুন।

By MD AKIBUDDIN LASKAR

Published On:

Follow Us
Anandahara Project Recruitment 2025

Anandahara Project Recruitment 2025: পশ্চিমবঙ্গের সকল স্নাতক মহিলা যারা চাকরির সন্ধানে ছিলেন, তাদের জন্য একটি দারুণ সুযোগ এসেছে। বাঁকুড়া ব্লক অফিসের তরফ থেকে আনন্দধারা প্রকল্পের অধীনে কমিউনিটি রিসোর্স পার্সনস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন ও নির্বাচনের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়তে পারেন।

আনন্দধারা প্রকল্প নিয়োগ ২০২৫: প্রধান তথ্য

  • পদের নাম: কমিউনিটি রিসোর্স পার্সনস (এন্টারপ্রাইজ প্রমোশন)
  • মোট শূন্যপদ: ৮টি
  • বেতন: নির্বাচিত প্রার্থীদের প্রতিদিন ৩০০ টাকা করে প্রদান করা হবে।

যোগ্যতা ও শর্তাবলী

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি আবশ্যক।
  • বয়সসীমা: আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪৫ বছর হতে হবে।

How to apply for Anandahara Project Recruitment 2025?

  • আবেদন করতে হবে অফলাইনে। প্রার্থীদের অফলাইন আবেদন ফর্ম ডাউনলোড করে A4 সাইজের কাগজে প্রিন্ট নিয়ে পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স সংযুক্ত করে নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: রানীবাঁধ বিডিও অফিস

Read more: ইউনিয়ন ব্যাংকে ২৬৯১টি পদে কর্মী নিয়োগের সুযোগ! স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা এখনই আবেদন করুন।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আবেদন শেষের তারিখ: ১১ মার্চ ২০২৫

নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের (ইন্টারভিউ) মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। পরীক্ষার সিলেবাস ও বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। (Anandahara Project Recruitment 2025)

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick here

MD AKIBUDDIN LASKAR

Md Akibuddin Laskar ! Two years of experience in creating diverse content across industries, blending creativity with SEO strategies to deliver impactful, high-quality work.

Leave a Comment