Bank Of Baroda Job Recruitment: বেসরকারি ব্যাংকে 12 টি বিভিন্ন পদে ব্যাপক কর্মী নিয়োগ শুরু হয়েছে।

By MD AKIBUDDIN LASKAR

Updated On:

Follow Us
Bank Of Baroda Job Recruitment

Bank Of Baroda Job Recruitment: বর্তমানে অন্যান্য ক্ষেত্রের তুলনায় ব্যাংকে চাকরি পাওয়া তুলনামূলকভাবে সহজ, কারণ প্রতি বছর ব্যাংকগুলোর পক্ষ থেকে নিয়মিত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় ব্যাংক অফ বরোদা সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে স্পেশালিস্ট অফিসার (SO) পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল যোগ্য চাকরি প্রার্থী এই আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত প্রতিবেদন দেখে দ্রুত আবেদন করুন।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।

Important Dates:

আবেদন প্রক্রিয়া শুরু ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ
আবেদন প্রক্রিয়া শেষ১৭ জানুয়ারি ২০২৫ তারিখ 

নিয়োগকারী দপ্তরঃ Bank of Baroda

পদের নাম

ভারতীয় ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক অফ বরোদা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিবছর নিয়মিত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বর্তমানে ব্যাংক অফ বরোদায় নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ করা হবে:

  • এগ্রিকালচার মার্কেটিং অফিসার।
  • এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার।
  • ম্যানেজার বিক্রয়।
  • ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট।
  • সিনিয়র ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট।
  • সিনিয়র ম্যানেজার MSME সম্পর্কিত।
  • টেকনিক্যাল ম্যানেজার।
  • সিনিয়র ম্যানেজার।
  • টেকনিক্যাল অফিসার।
  • সিনিয়র ডেভেলপার ফুল স্ট্যাক।
  • ক্লাউড ইঞ্জিনিয়ার।
  • সিনিয়র ম্যানেজার তথ্য নিরাপত্তা।

শূন্য পদের সংখ্যা (Bank Of Baroda Job Recruitment)

ব্যাঙ্ক অফ বরোদার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১,২৬৭টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নামমোট শূন্য পদ
এগ্রিকালচার মার্কেটিং অফিসার১৫০
এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার৫০
ম্যানেজার বিক্রয়৪৫০
ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট৭৮
সিনিয়র ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট৪৬
সিনিয়র ম্যানেজার MSME সম্পর্কিত২০৫
টেকনিক্যাল ম্যানেজার১২
সিনিয়র ম্যানেজার
টেকনিক্যাল অফিসার
সিনিয়র ডেভেলপার ফুল স্ট্যাক২৬
ক্লাউড ইঞ্জিনিয়ার
সিনিয়র ম্যানেজার তথ্য নিরাপত্তা

বেতন কাঠামো

আবেদনকারী চাকরিপ্রার্থীদের বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন মাসিক বেতন প্রদান করা হবে। তবে সমস্ত পদের বেতন কাঠামো ৪৮,৪০০ টাকা থেকে ১,২০,৯৪০ টাকার মধ্যে নির্ধারিত রয়েছে।

বয়স সীমা

আবেদনকারীদের বয়স ন্যূনতম ২২ বছর এবং সর্বাধিক ৪২ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পেতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং আবেদনকৃত পদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা আইটিআই কোর্স সম্পন্ন করা আবশ্যক।

Read More: HDFC ব্যাংকে শুরু হয়েছে নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়া! জেনে নিন কীভাবে আবেদন করবেন।

How to apply for Bank Of Baroda Job Recruitment?

  • অনলাইন আবেদন: প্রার্থীদের অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে হবে।
  • ওয়েবসাইট ব্যবহার: আবেদনকারীদের ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • রেজিস্ট্রেশন: বৈধ মোবাইল নম্বর ব্যবহার করে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • লগইন: রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
  • আবেদন প্রক্রিয়া: লগইন করার পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।(Bank Of Baroda Job Recruitment)

আবেদন ফি

সাধারণ প্রার্থীদের জন্য ৬০০ টাকা এবং SC/ST/PWD/মহিলা প্রার্থীদের জন্য ১০০ টাকা নির্ধারিত।

নিয়োগের পদ্ধতি

  • প্রার্থী নির্বাচনের জন্য প্রথমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া হবে।
  • পরবর্তী ধাপে তাদের ডকুমেন্ট যাচাই সম্পন্ন করা হবে।
  • ডকুমেন্ট যাচাইয়ের পর সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের আমন্ত্রণ জানানো হবে।(Bank Of Baroda Job Recruitment)

Important Links:

Official NotificationDownload
Official WebsiteClick here

MD AKIBUDDIN LASKAR

Md Akibuddin Laskar ! Two years of experience in creating diverse content across industries, blending creativity with SEO strategies to deliver impactful, high-quality work.

Leave a Comment