BECIL New Recruitment 2025: বেকার যুবক-যুবতীদের জন্য দারুণ সুযোগ! কেন্দ্রীয় সরকারি দপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ত্রিশটিরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ও প্রশাসনিক পদে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু তারিখ | ইতিমধ্য শুরু হয়েছে |
আবেদন শেষ তারিখ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬টা পর্যন্ত |
নিয়োগ সংস্থা: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (BECIL)
পদের নাম ও শূন্যপদ সংখ্যা
পদের নাম | শূন্যপদ সংখ্যা | মাসিক বেতন (টাকা) |
---|---|---|
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসি ও রেফ্রিজারেশন) | ২ | ৪৪,৯০০ |
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) | ২ | ৪৪,৯০০ |
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) | ২ | ৪৪,৯০০ |
অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার | ১ | ৩৫,৪০০ |
অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার | ৩ | ৪৪,৯০০ |
বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার | ১ | ৪৪,৯০০ |
চিফ ডায়েটিশিয়ান | ১ | ৬৭,৭০০ |
চিফ মেডিকেল রেকর্ড অফিসার | ১ | ৫৬,১০০ |
এছাড়াও আরও গুরুত্বপূর্ণ পদ রয়েছে, বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
যোগ্যতা ও অভিজ্ঞতা
- ইঞ্জিনিয়ারিং পদগুলির জন্য: সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন (BE/B.Tech) ও ৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
- অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার: গ্রাজুয়েট ডিগ্রি, উচ্চতা কমপক্ষে ১৭০ সেমি, শারীরিক ফিটনেস ও হাসপাতাল বা মেডিকেল ইনস্টিটিউটে ৫ বছরের অভিজ্ঞতা।
- অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার: স্নাতক ডিগ্রির পাশাপাশি ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েশন/ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা।
- চিফ ডায়েটিশিয়ান: সিনিয়র ডায়েটিশিয়ান (অ্যাসিস্ট্যান্ট ফুড ম্যানেজার) হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা।
- চিফ মেডিকেল রেকর্ড অফিসার: মেডিকেল রেকর্ড অফিসার পদে ৮ বছরের অভিজ্ঞতা।(BECIL New Recruitment 2025)
Read more: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ – অনলাইনে আবেদন করুন!
How to apply for BECIL New Recruitment 2025?
১. BECIL-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.becil.com) থেকে আবেদনপত্র ডাউনলোড করুন।
2. A4 পেপারে আবেদন ফর্ম প্রিন্ট করুন ও সঠিকভাবে পূরণ করুন।
3. প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করুন।
4. নিম্নলিখিত ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদন পাঠান:
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (BECIL)
BECIL ভবন, C-56/A-17, সেক্টর ৬২, নয়ডা-২০১৩০৭ (উত্তরপ্রদেশ)
অন্যান্য মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।
প্রয়োজনীয় নথিপত্র
- জন্ম সার্টিফিকেট
- জাতি শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট
- পেশাগত অভিজ্ঞতার সার্টিফিকেট
- প্যান কার্ড
- আধার কার্ড
- ব্যাঙ্ক পাসবুকের জেরক্স
আবেদন ফি
- General, OBC, Ex-Serviceman ও মহিলাদের জন্য: ৫৯০ টাকা
- SC, ST, EWS ও PwD প্রার্থীদের জন্য: ২৯৫ টাকা
এই সুযোগ হাতছাড়া করবেন না, দ্রুত আবেদন করুন!
নিয়োগ প্রক্রিয়া
- আবেদনপত্র অনুযায়ী প্রার্থীদের শর্টলিস্ট করা হবে।
- শর্টলিস্টেড প্রার্থীদের ইমেইল বা ফোনের মাধ্যমে ইন্টারভিউ/অ্যাসেসমেন্ট/স্কিল টেস্টের জন্য ডাকা হবে।
- প্রার্থীদের ফোন ও ইমেইল আপডেট রাখা বাধ্যতামূলক। (BECIL New Recruitment 2025)
Important Links
Official Notification | Download |
Official Website | Click here |