DCPU Darjeeling Recruitment 2025: দার্জিলিং শিশু সুরক্ষা ইউনিটে নতুন নিয়োগের সুযোগ! আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য জেনে নিন।

By MD AKIBUDDIN LASKAR

Published On:

Follow Us
DCPU Darjeeling Recruitment

DCPU Darjeeling Recruitment: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও দারুণ সুযোগ! দার্জিলিং জেলা শিশু সুরক্ষা ইউনিট (DCPU) থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অষ্টম শ্রেণি, উচ্চমাধ্যমিক বা স্নাতক ডিগ্রি সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।

Important Dates:

আবেদন শুরু০৭ জানুয়ারি ২০২৫
আবেদন শেষ৩১ জানুয়ারি ২০২৫

নিয়োগকারী দপ্তরঃ Government of West Bengal, Office of District Magistrate, Darjeeling

পদের নাম ও শূন্য পদের সংখ্যা

পদের নামশূন্যপদ সংখ্যা
কাউন্সেলর০১টি
শিশু কল্যাণ অফিসার০১টি
বাড়ির বাবা (House Father)০১টি
স্টোর কিপার ও হিসাবরক্ষক০১টি
প্যারামেডিকেল স্টাফ০১টি
রান্না (Cook)০১টি
হেল্পার ও নাইট ওয়াচম্যান০১টি
হাউজ কিপার০১টি

বেতন কাঠামো (DCPU Darjeeling Recruitment)

পদের নামমাসিক বেতন
কাউন্সেলর২৩,১৭০/- টাকা
শিশু কল্যাণ অফিসার২৩,১৭০/- টাকা
বাড়ির বাবা (House Father)১৪,৫৬৪/- টাকা
স্টোর কিপার ও হিসাবরক্ষক১৮,৫৩৬/- টাকা
প্যারামেডিকেল স্টাফ১২,০০০/- টাকা
রান্না (Cook)১২,০০০/- টাকা
হেল্পার ও নাইট ওয়াচম্যান১২,০০০/- টাকা
হাউজ কিপার১২,০০০/- টাকা

বয়স সীমা

পদের নামবয়সসীমা
কাউন্সেলর২৪ থেকে ৪০ বছর
শিশু কল্যাণ অফিসার২৪ থেকে ৪০ বছর
বাড়ির বাবা (House Father)২৪ থেকে ৪০ বছর
স্টোর কিপার ও হিসাবরক্ষক২১ থেকে ৪০ বছর
প্যারামেডিকেল স্টাফ২১ থেকে ৪০ বছর
রান্না (Cook)১৮ থেকে ৩০ বছর
হেল্পার ও নাইট ওয়াচম্যান১৮ থেকে ৩০ বছর
হাউজ কিপার১৮ থেকে ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতা

পদের নামশিক্ষাগত যোগ্যতাবয়সসীমা
কাউন্সেলরস্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি (স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে)২৪ থেকে ৪০ বছর
শিশু কল্যাণ অফিসারBA বা LLB ডিগ্রি (স্বীকৃত প্রতিষ্ঠান থেকে)২৪ থেকে ৪০ বছর
বাড়ির বাবা (House Father)উচ্চমাধ্যমিক পাশ২৪ থেকে ৪০ বছর
স্টোর কিপার ও হিসাবরক্ষকস্নাতক ডিগ্রি২১ থেকে ৪০ বছর
প্যারামেডিকেল স্টাফউচ্চমাধ্যমিক পাশ বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা২১ থেকে ৪০ বছর
রান্না (Cook)অষ্টম শ্রেণি পাশ১৮ থেকে ৩০ বছর
হেল্পার ও নাইট ওয়াচম্যানঅষ্টম শ্রেণি পাশ১৮ থেকে ৩০ বছর
হাউজ কিপারঅষ্টম শ্রেণি পাশ১৮ থেকে ৩০ বছর

Read More: পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগ চলছে! আবেদন এবং বিস্তারিত তথ্য জানুন।

How to apply for DCPU Darjeeling Recruitment?

  • নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করুন।
  • ডাউনলোড করা ফর্মটি A4 সাইজের কাগজে প্রিন্ট করুন।
  • ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি ফর্মের সঙ্গে যুক্ত করুন।
  • পূরণকৃত ফর্ম একটি মুখবন্ধ খামে রেখে নিচের ঠিকানায় জমা দিন।(DCPU Darjeeling Recruitment)

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

District Child Protection Unit
Minority Bhawana, Ground Floor, Office of the District Magistrate, Darjeeling – 734101

নিয়োগের পদ্ধতি

নিয়োগের জন্য শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।(DCPU Darjeeling Recruitment)

Important links:

Official NotificationDownload
Official websiteClick Here

MD AKIBUDDIN LASKAR

Md Akibuddin Laskar ! Two years of experience in creating diverse content across industries, blending creativity with SEO strategies to deliver impactful, high-quality work.

Leave a Comment