ICG Navik Recruitment: উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য দারুণ খবর! ভারতীয় কোস্ট গার্ডে নাবিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ২৯৯টিরও বেশি শূন্যপদে নিয়োগের সুযোগ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১১ ফেব্রুয়ারি ২০২৫ |
আবেদন শেষ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫ |
নিয়োগকারী দপ্তরঃ MINISTRY OF DEFENCE
পদের নাম
- দেশীয় শাখা নাবিক
- সাধারণ দায়িত্ব নাবিক
মোট শূন্যপদ
- দেশীয় শাখা নাবিক: ৪০টি
- সাধারণ দায়িত্ব নাবিক: ২৬০টি
- মোট শূন্যপদ: ৩০০টি
মাসিক বেতন
নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ₹২১,৭০০/- বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১৮ থেকে ২২ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Read more: হিন্দুস্থান পেট্রোলিয়াম দিচ্ছে 30 হাজার টাকা বেতনের চাকরির সুযোগ! বিস্তারিত জানুন।
How to apply for ICG Navik Recruitment?
ভারতীয় কোস্ট গার্ডের নাবিক পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- অফিসিয়াল ওয়েবসাইটে (joinindiancoastguard.cdac.in) গিয়ে ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি সঠিক মাপ অনুসারে আপলোড করুন।
- আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক ফিটনেস টেস্ট (PFT), নথি যাচাইকরণ, মেডিক্যাল পরীক্ষা এবং চূড়ান্ত মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে।
নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে নীচে দেওয়া পিডিএফ লিংক থেকে নির্দেশিকা ডাউনলোড করে পড়ুন। এখনই আবেদন করুন এবং আপনার ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মোচন করুন!(ICG Navik Recruitment)
Important Links
Official Notice | Download |
Official Website | Click here |
Apply Link | Apply now |