India Post GDS Recruitment 2025: আপনি কি মাধ্যমিক পাশ করেছেন এবং সরকারি চাকরির সন্ধানে আছেন? এবার ভারতীয় ডাক বিভাগ নিয়ে এসেছে দুর্দান্ত সুযোগ! ৬৫,২০০টি গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো রাজ্যের প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু | ৩ মার্চ ২০২৫ |
আবেদন শেষ | ২৮ মার্চ ২০২৫ |
নিয়োগ সংস্থা: India Post
পদের নাম
গ্রামীণ ডাক সেবক
শূন্যপদের সংখ্যা
- মোট শূন্যপদ: ৬৫,২০০টি (গ্রামীণ ডাক সেবক পদে)
- প্রতিটি রাজ্যে শূন্যপদের সংখ্যা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বেতন কাঠামো
- প্রারম্ভিক বেতন: ১০,০০০ টাকা
- সর্বোচ্চ বেতন: ২৯,৩৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা
- সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- স্থানীয় ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক।
- বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
- সাইকেল চালানো জানতে হবে।
বয়সসীমা
- সর্বনিম্ন: ১৮ বছর
- সর্বোচ্চ: ৪০ বছর
- বয়সের ছাড়:
- SC/ST: ৫ বছর
- OBC: ৩ বছর
- PWD: ১০ বছর
How to Apply for India Post GDS Recruitment 2025?
- অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- রেজিস্ট্রেশন করুন (নাম, জন্মতারিখ, ইমেইল ও ফোন নম্বর দিয়ে)।
- লগইন করুন (আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে)।
- আবেদন ফর্ম পূরণ করুন নির্ভুল তথ্য দিয়ে।
- প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন।
- আবেদন ফরম ডাউনলোড করে সংরক্ষণ করুন।
প্রয়োজনীয় নথিপত্র
- আধার কার্ড / ভোটার কার্ড
- মাধ্যমিক পাশের সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র (যদি থাকে)
- পাসপোর্ট সাইজের ছবি
নিয়োগ প্রক্রিয়া
- কোনো লিখিত পরীক্ষা হবে না।
- মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে।
- নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
- মেডিকেল ফিটনেস টেস্টের প্রয়োজন হতে পারে।
সরকারি চাকরির এই সুযোগ হাতছাড়া না করতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দ্রুত আবেদন করুন।(India Post GDS Recruitment 2025)
Important Links
Official Website | Apply now |