India Post Recruitment 2025: শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শূন্যপদ? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
Important Dates:
আবেদন শুরু | 21/12/2024 | 10.00AM |
আবেদনের শেষ তারিখ | 10/01/2025 | 11.59AM |
নিয়োগকারী দপ্তরঃ India Post Payments Bank, New Delhi
পদের নাম
ভারতীয় পোস্ট অফিসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এদের মধ্যে এসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং সাইবার সিকিউরিটি অফিসার পদ অন্তর্ভুক্ত।
শূন্যপদ
মোট প্রায় ৬৮টি শূন্যপদ পূরণ করা হবে।
বেতন কাঠামো
নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী (India Post Recruitment 2025) চাকরিপ্রার্থীদের মাসিক বেতন বেসিক পে অনুযায়ী নির্ধারিত, যা ন্যূনতম ৪৮,৪৮০ টাকা থেকে সর্বোচ্চ ৮৫,৯২০ টাকার মধ্যে থাকবে। পাশাপাশি, সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
বয়স সীমা
উপরের যেকোনো পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ২০ বছর থেকে ৫০ বছর এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর (SC/ST/OBC) চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
পদের নাম | বয়স সীমা |
এসিস্ট্যান্ট ম্যানেজার | ২০-৩০ বছর |
ম্যানেজার | ২৩-৩৫ বছর |
সিনিয়র ম্যানেজার | ২৬-৩৫ বছর |
সাইবার সিকিউরিটি অফিসার | ২০-৫০ বছর |
আরও পড়ুনঃ রাজ্যে প্রচুর গ্রুপ ডি নিয়োগ চলছে! অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন।
শিক্ষাগত যোগ্যতা (India Post Recruitment 2025)
ডাক বিভাগের বর্তমান নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন হতে হবে তা নিম্নে উল্লেখ করা হল।
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | কাজের অভিজ্ঞতা লাগবে |
এসিস্ট্যান্ট ম্যানেজার | B.E / B.Tech./ Post Graduate Degree in Computer Science/IT/Computer Application/Electronics and Communication Engineering/Electronics and Telecommunication/ Electronics and Instrumentation. | সর্বনিম্ন ১ বছর |
ম্যানেজার | B.E/B.Tech. / Post Graduate Degree in Computer Science/IT/Computer Application/Electronics and Communication Engineering/Electronics and Telecommunication/ Electronics and Instrumentation. | সর্বনিম্ন ৩ বছর |
Senior Manager | B.E/B.Tech. /Post Graduate Degree in Computer Science/IT/Computer Application/Electronics and Communication Engineering/Electronics and Telecommunication/ Electronics and Instrumentation. | সর্বনিম্ন ৬ বছর |
সাইবার সিকিউরিটি অফিসার | BSc. Electronics, Physics, Computer Science, Information Technology. OR BTech /B.E- Electronics, Information Technology, Computer Science. OR MSc. Electronics, Physics, Applied Electronics/Computer Science/Information Technology. | সর্বনিম্ন ৬ বছর। |
How to apply for India Post Recruitment 2025 ?
যে প্রার্থীরা এই নিয়োগে অংশগ্রহণ করতে চান, তাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, যার লিঙ্ক নিচে প্রদান করা হবে।
- প্রথম ধাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- এরপর লগইন করে নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে।
- সব তথ্য সঠিকভাবে যাচাই করার পর ফর্মটি চূড়ান্তভাবে সাবমিট করতে হবে।
- শেষে, আবেদন ফর্মটির একটি প্রিন্ট আউট সংগ্রহ করে রাখা উচিত।
ডকুমেন্ট কি লাগবে?
আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রার্থীদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। এগুলো হলো:
- প্রার্থীর বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় নথি।
- বাসিন্দার প্রমাণপত্র।
- পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর।
- আধার কার্ড বা ভোটার আইডি।
- অভিজ্ঞতার শংসাপত্র (যদি থাকে)।
- অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র।
নিয়োগের পদ্ধতি:
যোগ্য প্রার্থীদের (India Post Recruitment 2025) নিয়োগ প্রক্রিয়াটি একাধিক ধাপ অনুসরণ করে সম্পন্ন করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন অথবা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে নিন।
Important Links:
Official Notice | Download |
Website | Click Here |