Jadavpur University Guest Teacher Recruitment 2025: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নতুন সুযোগ এসেছে! আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

By MD AKIBUDDIN LASKAR

Published On:

Follow Us
Jadavpur University Guest Teacher Recruitment

Jadavpur University Guest Teacher Recruitment: পশ্চিমবঙ্গের অনার্স সম্পন্ন করে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর। যাদবপুর বিশ্ববিদ্যালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের কথা জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।

Important Dates:

ইন্টারভিউর তারিখ২৭ জানুয়ারি ২০২৫বেলা ১১ টা

নিয়োগকারী দপ্তরঃ Department of History, Jadavpur University.

পদের নাম

এই পদটি ইতিহাস বিষয়ে গেস্ট শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত। যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করার জন্য যোগ্য প্রার্থীদের খুঁজছে। ইতিহাসে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

শূন্য পদের সংখ্যা

৮টি।

বেতন কাঠামো

এই গেস্ট শিক্ষক পদের জন্য মাসিক বেতন ক্লাসভিত্তিক নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ক্লাস পরিচালনার জন্য প্রার্থীরা ৫০০ টাকা করে পাবেন। নিয়মিত ক্লাসের সংখ্যা অনুযায়ী মাসিক আয় নির্ভর করবে।

শিক্ষাগত যোগ্যতা

এই ইতিহাস শিক্ষক পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ডিগ্রির পাশাপাশি পিএইচডি ডিগ্রি থাকতে হবে।

Read more: হলদিয়া পোর্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, বিস্তারিত জানতে দেখুন।

How to apply for Jadavpur University Guest Teacher Recruitment ?

  • প্রার্থীদের আগাম আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই।
  • নির্ধারিত ইন্টারভিউর তারিখে প্রয়োজনীয় নথিপত্রসহ উপস্থিত থাকতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Head of Depertment office Depertment of History, PG ARTs Building second Floor Jadavpur University 

ডকুমেন্ট কি লাগবে?

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জন্ম সার্টিফিকেট
  • আধার বা ভোটার কার্ড
  • পাসপোর্ট সাইজের ছবি

নিয়োগের পদ্ধতি

  • এই পদের জন্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সম্পন্ন হবে।
  • ইন্টারভিউতে প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন করা হবে।
  • নির্বাচিত প্রার্থীরাই শিক্ষক পদে নিয়োগের সুযোগ পাবেন।(Jadavpur University Guest Teacher Recruitment)

Important Links:

Official notificationDownload
Official websiteClick here

MD AKIBUDDIN LASKAR

Md Akibuddin Laskar ! Two years of experience in creating diverse content across industries, blending creativity with SEO strategies to deliver impactful, high-quality work.

Leave a Comment