Kolkata CNCI Recruitment 2025: পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI) থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করার শেষ তারিখ ০৭ ফেব্রুয়ারি ২০২৫।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
১. CNCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। ২. “Recruitment” বিভাগে ক্লিক করে অনলাইন আবেদন লিঙ্কটি খুলুন। ৩. ইমেইল ও মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন। ৪. প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন। ৫. জরুরি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন। ৬. আবেদন ফি জমা দিন (যদি প্রযোজ্য হয়)। ৭. ফর্ম সাবমিট করার আগে পুনরায় চেক করুন এবং জমা করুন।
আবেদন ফি:
SC/ST/PwBD প্রার্থীদের জন্য: ফি নেই।
অন্যান্যদের জন্য: ₹২০০/-
নিয়োগের পদ্ধতি
এই নিয়োগে প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।(Kolkata CNCI Recruitment 2025)
Md Akibuddin Laskar ! Two years of experience in creating diverse content across industries, blending creativity with SEO strategies to deliver impactful, high-quality work.