Kolkata Metro Group C Recruitment 2025: প্রতি বছরই আমাদের মনে নতুন আশার সঞ্চার হয়, বিশেষ করে যারা চাকরির প্রত্যাশায় থাকেন। সেই আশা নিয়েই বছরের শুরুতে কলকাতা মেট্রো রেল নিয়ে এসেছে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে প্রার্থীরা শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করেই আবেদন করার সুযোগ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
Important Dates:
আবেদন প্রক্রিয়া শুরু | ৩১/১২/২০২৪ তারিখ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৩১/০১/২০২৫ তারিখ |
নিয়োগকারী দপ্তরঃ METRO RAILWAY, KOLKATA
পদের নাম
কলকাতা মেট্রো রেল প্রার্থীদের জন্য গ্রুপ সি পদে নিয়োগের ব্যবস্থা করেছে।
শূন্যপদের সংখ্যা
মোট ০২ টি শূন্যপদ রয়েছে।
বেতন কাঠামো
যে প্রার্থীরা নির্ধারিত পদে নিয়োগ পাবেন, তাদের মাসিক বেতন লেভেল ৭ এর কাঠামো অনুযায়ী প্রদান করা হবে। এই বেতন কাঠামো সরকারি নিয়ম এবং নীতিমালা অনুসারে নির্ধারিত। প্রার্থীদের জন্য অন্যান্য সুযোগ-সুবিধাও বিজ্ঞপ্তি অনুযায়ী(Kolkata Metro Group C Recruitment 2025) প্রযোজ্য হবে।
বয়স সীমা (Kolkata Metro Group C Recruitment 2025)
প্রার্থীর বয়স ০১.০১.২০২৫ তারিখে গণনা করা হবে।
- সাধারণ (UR): ১৮ বছর থেকে ৩০ বছর।
- অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি (OBC): উচ্চ বয়সসীমায় ৩ বছরের ছাড়।
- অনুসূচিত জাতি/জনজাতি (SC/ST): উচ্চ বয়সসীমায় ৫ বছরের ছাড়।
শিক্ষাগত যোগ্যতা
কলকাতা মেট্রো রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের উচ্চমাধ্যমিক স্তরে ন্যূনতম ৬০% নম্বর অর্জন করতে হবে। এই যোগ্যতা কেবলমাত্র স্বীকৃত বোর্ড থেকে উত্তীর্ণ প্রার্থীদের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে শিক্ষাগত মান নির্ধারণের জন্য সুনির্দিষ্ট নির্দেশাবলী অনুসরণ করা হবে।
How to apply for Kolkata Metro Group C Recruitment 2025 ?
- আগ্রহী প্রার্থীরা গ্রুপ সি পদে অফলাইন মোডে আবেদন করতে পারবেন।
- কলকাতা মেট্রো রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করুন।
- ফর্মটি A4 সাইজে প্রিন্ট করে নিন।
- সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
- নিজের ক্যাটাগরি অনুযায়ী ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা দিন।
- পূরণ করা আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিন। ঠিকানাটি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।
আবেদন ফি
সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা, যা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। অন্যদিকে, অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকা। এই ফি আবেদন প্রক্রিয়ার নির্ধারিত সময়সীমার মধ্যেই জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Dy. CPO /Metro Railway, Kolkata at 33/1 J.L. Nehru Road Metro Rail Bhavan Pin – 7000071
ডকুমেন্ট কি লাগবে?
প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে:
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- জন্ম তারিখের নথি
- অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)
- পাসপোর্ট সাইজের ছবি
- স্বাক্ষর
নিয়োগের পদ্ধতি
- কলকাতা মেট্রো রেলের গ্রুপ সি (Kolkata Metro Group C Recruitment 2025) পদের জন্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া দুটি ধাপে হবে।
- প্রথম ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
- সফল প্রার্থীরা ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
- এই দুই ধাপের মাধ্যমে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
Important Links:
Official Notification | Download |
Official Website | Click here |