Kolkata Metro Railway Job 2025: কলকাতা মেট্রো রেলে চাকরির সুযোগ – সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ!

By MD AKIBUDDIN LASKAR

Published On:

Follow Us
Kolkata Metro Railway Job 2025

Kolkata Metro Railway Job 2025: কলকাতা মেট্রো রেলে কাজ করার ইচ্ছা যাদের রয়েছে, তাদের জন্য দারুণ সুযোগ। সম্প্রতি কলকাতা মেট্রো রেল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

পদ, শূন্যপদের সংখ্যা, যোগ্যতা, বয়সসীমা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

কলকাতা মেট্রো রেল নিয়োগ ২০২৫: বিস্তারিত তথ্য

  • পদের নাম: GDMO (General Duty Medical Officer)
  • মোট শূন্যপদ: ১টি
  • বেতন: প্রতি মাসে ৯৫,০০০ টাকা
  • কাজের সময়: সপ্তাহে ৬ দিন, প্রতিদিন ৮ ঘণ্টা

যোগ্যতার মানদণ্ড

  • শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস (MBBS) পাস করা এবং রেজিস্টার্ড চিকিৎসক হতে হবে।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৫৩ বছর (০১/০১/২০২৫ অনুযায়ী)।

নিয়োগ প্রক্রিয়া (Kolkata Metro Railway Job 2025)

প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।

  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক (এক বছরের জন্য)
  • কাজের স্থান: তপন সিনহা মেমোরিয়াল হসপিটাল, কলকাতা মেট্রো রেলওয়ে
  • বেতন নীতিমালা: No Work, No Pay (কাজ থাকলে বেতন, কাজ না থাকলে বেতন নেই)।

Read more:  ইউনিয়ন ব্যাংকে ২৬৯১টি পদে কর্মী নিয়োগের সুযোগ! স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা এখনই আবেদন করুন।

ইন্টারভিউ সংক্রান্ত তথ্য

  • তারিখ: ৪ মার্চ ২০২৫ (মঙ্গলবার)
  • সময়: সকাল ১১:৩০-এর মধ্যে উপস্থিত থাকতে হবে।
  • স্থান:
    অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ মেডিকেল অফিসার,
    তপন সিনহা মেমোরিয়াল হসপিটাল,
    মেট্রো রেলওয়ে, ২৮/৫৫ এম এন সেন রোড,
    চাঁদিতলা, কলকাতা – ৭০০০৪০

প্রয়োজনীয় নথিপত্র

প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন মূল ও স্ব-স্বাক্ষরিত (self-attested) ফটোকপি সহ নিম্নলিখিত নথি সঙ্গে আনতে হবে—

  • ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড
  • MBBS সার্টিফিকেট ও ডিগ্রি সার্টিফিকেট
  • মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতার সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি

নিয়োগ সংক্রান্ত আরও তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন। (Kolkata Metro Railway Job 2025)

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick here

MD AKIBUDDIN LASKAR

Md Akibuddin Laskar ! Two years of experience in creating diverse content across industries, blending creativity with SEO strategies to deliver impactful, high-quality work.

Leave a Comment