Railway Recruitment 2025: রেলে আবারও ৪২৩২টি পদে বিনামূল্যে চাকরির সুযোগ, মাধ্যমিক প্রার্থীদের জন্য দারুণ খবর!

By MD AKIBUDDIN LASKAR

Published On:

Follow Us
Railway Recruitment 2025

Railway Recruitment 2025: শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর! ভারতীয় রেলের সাউথ সেন্ট্রাল রেলওয়ে সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে এবং মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরাও এই আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। যারা অনেক দিন ধরে রেলে চাকরির অপেক্ষায় ছিলেন, তারা এখনই আবেদন করতে পারেন।

Important Dates:

আবেদন প্রক্রিয়া শুরু২৮ ডিসেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ২৭ জানুয়ারি ২০২৫

নিয়োগকারী দপ্তরঃ SOUTH CENTRAL RAILWAY, Secunderabad

পদের নাম

ভারতীয় রেলের S.C জোনে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে:

  • এসি মেকানিক
  • শীতাতপ নিয়ন্ত্রণ (রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং)
  • ছুতার
  • ডিজেল মেকানিক
  • ইলেকট্রনিক মেকানিক
  • ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স
  • ইলেকট্রিশিয়ান
  • বৈদ্যুতিক (S&T)
  • পাওয়ার রক্ষণাবেক্ষণ (ইলেকট্রিশিয়ান)
  • ট্রেনের আলো (ইলেকট্রিশিয়ান)
  • ফিটার
  • মোটর মেকানিক ভেহিকেল (MMV)
  • যন্ত্রবিদ
  • মেকানিক মেশিন টুল রক্ষণাবেক্ষণ
  • চিত্রকর
  • ওয়েল্ডার

পদের সংখ্যা (Railway Recruitment 2025)

পদের নামমোট শূন্য পদ
এসি মেকানিক১৪৩ টি পদ
শীতাতপ নিয়ন্ত্রণ (রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং)৩২ টি পদ
ছুতার৪২ টি পদ
ডিজেল মেকানিক১৪২ টি পদ
ইলেকট্রনিক মেকানিক৮৫ টি পদ
ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স১৩ টি পদ
ইলেকট্রিশিয়ান১০৫৩ টি পদ
বৈদ্যুতিক (S&T)১০ টি পদ
পাওয়ার রক্ষণাবেক্ষণ (ইলেকট্রিশিয়ান)৩৪ টি পদ
ট্রেনের আলো (ইলেকট্রিশিয়ান)৩৪ টি পদ
ফিটার১৭৪২ টি পদ
মোটর মেকানিক ভেহিকেল (MMV)৮ টি পদ
যন্ত্রবিদ১০০ টি পদ
মেকানিক মেশিন টুল রক্ষণাবেক্ষণ১০ টি পদ
চিত্রকর৭৪ টি পদ
ওয়েল্ডার৭১৩ টি পদ

বয়স সীমা

ভারতীয় রেলের নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় প্রদান করা হবে (Railway Recruitment 2025)। এটি প্রার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ যারা রেলে চাকরির জন্য যোগ্য হতে চান।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন প্রক্রিয়ায় যোগ দিতে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই কোর্স সম্পন্ন করাও বাধ্যতামূলক। এই যোগ্যতাগুলি পূরণ করলেই প্রার্থীরা রেলে নিয়োগের জন্য আবেদন করার উপযুক্ত বিবেচিত হবেন।

Read more: রাজ্যের ২টি হোস্টেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখনই আবেদন করুন।

How to apply for Railway Recruitment 2025?

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের নির্দেশিকা:

  • আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করা যাবে (Railway Recruitment 2025)।
  • প্রতিবেদনের নিচে দেওয়া অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করুন।
  • লিঙ্কে প্রবেশ করে সরাসরি আবেদন ফর্ম পূরণ করুন।
  • নির্ধারিত তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিন।
  • আবেদন প্রক্রিয়ার সব ধাপ সাবধানে সম্পন্ন করুন।

আবেদন ফি :

অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরে আবেদন ফি প্রদান করতে হবে। ভারতীয় রেলের অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে।

ডকুমেন্ট কি লাগবে?

চাকরি প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জমা দেওয়া আবশ্যক। প্রয়োজনীয় নথিপত্রগুলি নিম্নরূপ:

  • বয়সের প্রমাণপত্র: জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র: মার্কশিট ও সার্টিফিকেট।
  • সংরক্ষিত শ্রেণির জন্য জাতিগত প্রমাণপত্র।
  • স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র: ভোটার কার্ড, আধার কার্ড, বা পাসপোর্ট।
  • সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
  • আইটিআই এবং ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট (Railway Recruitment 2025)।

নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।

Important Links:

Official NotificationDownload
Official WebsiteClick Here

MD AKIBUDDIN LASKAR

Md Akibuddin Laskar ! Two years of experience in creating diverse content across industries, blending creativity with SEO strategies to deliver impactful, high-quality work.

Leave a Comment