WB Group D Recruitment 2025 : রাজ্যে প্রচুর গ্রুপ ডি নিয়োগ চলছে! অষ্টম শ্রেণী পাশে আবেদন করো রাজ্যে গ্রুপ ডি নিয়োগ চলছে । সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর । সেন্ট্রাল বয়েজ হোস্টেল এ একাধিক কর্মচারী নিয়োগ করা হবে ।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ? বয়স সীমা কতো রয়েছে ? মাসিক মাইনে কতো পাবেন ? কিভাবে নিয়োগ দেওয়া হবে ? আবেদন কিভাবে করবেন ?
Important Dates:
আবেদন শুরু | ২৫/১১/২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ১২/১২/২০২৪ upto 4 pm |
নিয়োগকারী দপ্তর: Government of West Bengal, Office of the District Magistrate Malda
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
Post name | Vacancy |
Superintendent | 1 |
Caretaker | 1 |
Cook | 1 |
Helper | 1 |
Darwan – Cum – Night Guard | 1 |
Karma Bandhu | 1 |
Salary(WB Group D Recruitment 2025)
Post name | Monthly Salary |
Superintendent | 15000 /- |
Caretaker | 9000 /- |
Cook | 7000 /- |
Helper | 5000 /- |
Darwan – Cum – Night Guard | 6000 /- |
Karma Bandhu | 5000 /- |
শিক্ষাগত যোগ্যতা
Post name | Educational Qualification |
Superintendent | Graduated from recognized university |
Caretaker | Madhyamik passed or equivalent |
Cook | Class VIII passed |
Helper | Class VIII passed |
Darwan – Cum – Night Guard | Class VIII passed |
Karma Bandhu | Class VIII passed |
বয়স সীমা
উপরের যেকোনো পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর এর মধ্যে হতে হবে । প্রার্থীকে অবশ্যই ০১/০১/২০২৩ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে ।
বয়সের ছাড় – সরকারি নিয়মানুসারে SC / ST কাস্টের বয়সে ০৫ বছর এবং OBC কাস্টের প্রার্থীরা ০৩ বছর তার সঙ্গে PWD রা ১০ বছর বয়সের ছাড় পাবেন ।
Read More : SBI clerk recruitment 2025
How to apply for WB Group D Recruitment 2025 ?
আবেদন করতে আগ্রহি প্রারথি দের (WB Group D Recruitment 2025) সম্পূর্ণ অফলাইন এ আবেদন করতে হবে । অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে আবেদন ফর্ম দেওয়া আছে । তা ডাউনলোড করে A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে ।
তারপরে আবেদন পত্রটি সঠিক ভাবে ফিল আপ করতে হবে । তারপরে প্রয়োজনীয় নথির জেরক্স একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে Indian Post এর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানাই পাঠিয়ে দিন । অথবা , ঐ ঠিকানাই ড্রপবক্স এ গিয়ে জমা করুন ।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা –
Office of the project officer – cum – district welfare officer, Backword classes welfare and tribal development , Malda , Cemetery Road near BT College, PO – Malda, PS – English Bazar , Dist – Malda , Pin – 732101
ডকুমেন্ট কি লাগবে ?
১) বয়সের প্রমানপত্র
২) আইডি প্রুফ
৩) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
৪) দুই কপি কালার পাসপোর্ট সাইজ ছবি
৫) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট যাদের আছে ।
নিয়োগ পদ্ধতি
Superintendent ও Caretaker পদের জন্য
এখানে (WB Group D Recruitment 2025) ১০০ নাম্বার এর লিখিত পরীক্ষা হবে । তারপর ২৫ নাম্বার এর walk in interview এর মাধ্যমে নিয়োগ করা হবে । সবশেষে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে ।
Cook , Helper, Karmabandhu ( Part time) , Darwan cum night guard পদের জন্য
শুধুমাত্র walk in interview ও document verification হবে ।
Important Links :
Official Notice | Download |
Website | Click Here |