WB Zilla Parishad Job Recruitment 2025: রাজ্যে জেলা পরিষদে কর্মী নিয়োগ, বেতন – ৪২০০০/- আরও অনান্য সুবিধা

By MD AKIBUDDIN LASKAR

Published On:

Follow Us
WB Zilla Parishad Job Recruitment 2025

WB Zilla Parishad Job Recruitment 2025: শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।

Important Dates:

আবেদন শুরু10/12/2024
আবেদনের শেষ তারিখ13/01/2025

নিয়োগকারী দপ্তরঃ West Bengal Zilla Parishad, Alipurduar

পদের নাম ও বেতন কাঠামো (WB Zilla Parishad Job Recruitment 2025)

জেলা পরিষদ অফিসে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে শূন্য পদের নাম উল্লেখ করা হয়েছে স্পেশাল ডিউটি অফিসার।

নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের মাসিক বেতন বেসিক পে অনুযায়ী নির্ধারিত, যা ন্যূনতম ১৫,৬০০ টাকা থেকে সর্বোচ্চ ৪২,০০০ টাকার মধ্যে থাকবে। পাশাপাশি, সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

Post Name Monthly salaryVacancy
special Duty officer15,600/- to 42,000/-Not Mentioned

বয়স সীমা

উপরের যেকোনো পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে ৬২ বছর এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর (SC/ST/OBC) চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। 

আরও পড়ুনঃ রাজ্যে প্রচুর গ্রুপ ডি নিয়োগ চলছে!  অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন।

শিক্ষাগত যোগ্যতা

স্পেশাল ডিউটি অফিসার পদে আবেদন করতে হলে প্রার্থীদের নোটিফিকশনে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন। নিচে অফিসিয়াল নোটিফিকশনের লিঙ্ক দেওয়া হয়েছে।

How to apply for WB Zilla Parishad Job Recruitment 2025

আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে। আবেদনকারীকে প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর এটি A4 সাইজের পৃষ্ঠায় প্রিন্ট করতে হবে।

তারপরে, আবেদনপত্রে উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে। এরপর নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। জমাদানের ঠিকানা অফিশিয়াল নোটিশের নিচে উল্লেখ করা হয়েছে। আপনি সরাসরি অথবা ডাক বিভাগের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Alipurduar Zilla Parishad, Maya Talkies Road, Alipurduar Chowpathi, P.O & Dist- Alipurduar- 736121

ডকুমেন্ট কি লাগবে?

  1. আবেদনকারীর বয়সের প্রমাণপত্র।
  2. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মার্কশিট ও সার্টিফিকেট।
  3. সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য জাতিগত শংসাপত্র।
  4. পরিচয়ের প্রমাণ হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড।
  5. চাকরিপ্রার্থীদের সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি।
  6. কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট ( যাদের আছে)।

নিয়োগের পদ্ধতি

এখানে (WB Zilla Parishad Job Recruitment 2025) প্রার্থীদের Walk-in-Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে। সবশেষে, অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

Important Links

Official NoticeDownload
Website Click here

MD AKIBUDDIN LASKAR

Md Akibuddin Laskar ! Two years of experience in creating diverse content across industries, blending creativity with SEO strategies to deliver impactful, high-quality work.

Leave a Comment