WBSEDCL Recruitment 2025: পশ্চিমবঙ্গের যেসব চাকরিপ্রার্থী বিদ্যুৎ দপ্তরে কাজ করার স্বপ্ন দেখতেন, তাদের সেই স্বপ্ন পূরণের বড় সুযোগ এসেছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL) সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে স্পেশাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসারসহ বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
Important Dates:
ইন্টারভিউর তারিখ | ২১ জানুয়ারি ২০২৫ |
নিয়োগকারী দপ্তরঃ WEST BENGAL STATE ELECTRICITY DISTRIBUTION COMPANY LIMITED
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
বিশেষ কর্মকর্তা | ৭টি |
নিরাপত্তা কর্মকর্তা | ২টি |
সহকারী নিরাপত্তা কর্মকর্তা | ১টি |
নিরাপত্তা সুপারভাইজার | ১টি |
বিশেষ কর্মকর্তা (ভূমি) | ৪টি |
বেতন কাঠামো
পদের নাম | মাসিক বেতন (টাকা) |
---|---|
বিশেষ কর্মকর্তা | ₹৪০,০০০ – ₹৫০,০০০ |
নিরাপত্তা কর্মকর্তা | ₹৫০,০০০ |
সহকারী নিরাপত্তা কর্মকর্তা | ₹৩৩,০০০ |
নিরাপত্তা সুপারভাইজার | ₹২৯,০০০ |
বিশেষ কর্মকর্তা (ভূমি) | ₹৪৮,০০০ |
বয়স সীমা
আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বাধিক ৬৫ বছর হতে হবে। এর বেশি বয়সের প্রার্থীরা এই পদগুলির জন্য যোগ্য হবেন না।
আবেদনগত যোগ্যতা
শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাই আবেদন করতে পারবেন।
How to apply for WBSEDCL Recruitment 2025?
- আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই।
- নির্ধারিত তারিখে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স এবং মূল কপি নিয়ে সরাসরি ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে।
ইন্টারভিউর স্থান:
Seminar Hall Vidyut Bhavan, 7th Floor Block- D Sector || Bidhannagar, Kolkata – 700091
ডকুমেন্ট কি লাগবে?
- শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
- অবসর গ্রহণের শংসাপত্র
- বয়সের প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- জাতিগত শংসাপত্র
- আধার বা ভোটার কার্ড (WBSEDCL Recruitment 2025)
Important Links
Official Notification | Download |
Official website | Click here |