WEBCSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন (WEBCSC) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ছয়টি কো-অপারেটিভ সার্ভিস কমিশন ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মোট শূন্য পদের সংখ্যা? বয়সসীমা? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু এই প্রতিবেদন এ আলোচনা করছি।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ | ২৮ জানুয়ারি ২০২৫ |
আবেদন শেষের তারিখ | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ |
নিয়োগ সংস্থা: West Bengal Co-operative Service Commission
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
পদের নাম | পদের সংখ্যা |
---|---|
সহকারী (গ্রেড-I) | ১৬টি |
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/সুপারভাইজার/ক্যাশিয়ার/লেজার কিপার | ২৬টি |
সহকারী (গ্রেড-II) | ২৬টি |
ক্লারিক্যাল | ৪টি |
সহকারী/সুপারভাইজার/ক্যাশিয়ার | ৭টি |
সহকারী (গ্রেড-I) | ৬টি |
বেতন কাঠামো
পদের নাম | বেতন (প্রতি মাসে) |
---|---|
সহকারী (গ্রেড-I) | ৩৮,৩৪০/- টাকা |
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/সুপারভাইজার/ক্যাশিয়ার/লেজার কিপার | ৩৪,৬১৫/- টাকা |
সহকারী (গ্রেড-II) | ৪০,৪০৯/- টাকা |
ক্লারিক্যাল | ৫৮,৬৪৪/- টাকা |
সহকারী/সুপারভাইজার/ক্যাশিয়ার | ৪২,৯৪৯/- টাকা |
সহকারী (গ্রেড-I) | ২১,৮৮৩/- টাকা |
যোগ্যতা ও বয়সসীমা
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা |
---|---|---|
সহকারী (গ্রেড-I) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক | ১৮-৪০ বছর |
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/সুপারভাইজার/ক্যাশিয়ার/লেজার কিপার | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক | ১৮-৪০ বছর |
সহকারী (গ্রেড-II) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, কম্পিউটার দক্ষতা আবশ্যক | ১৮-৪০ বছর |
ক্লারিক্যাল | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক | ১৮-৪০ বছর |
সহকারী/সুপারভাইজার/ক্যাশিয়ার | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক | ১৮-৪০ বছর |
সহকারী (গ্রেড-I) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক | ১৮-৪০ বছর |
Read more: জাতীয় সড়ক দপ্তরে কর্মী নিয়োগের সুযোগ, বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর।
How to Apply for WEBCSC Recruitment 2025?
আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- নিচে দেওয়া অনলাইন আবেদন লিংকে ক্লিক করুন।
- মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশনের পর প্রাপ্ত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- প্রয়োজনীয় তথ্য পূরণ করে সমস্ত জরুরি নথি স্ক্যান করে আপলোড করুন।
- সবশেষে আবেদনপত্র সাবমিট করুন।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের বাছাই করা হবে তিনটি ধাপে:
- লিখিত পরীক্ষা
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষা
- সাক্ষাৎকার (ইন্টারভিউ)
এই সুযোগ হাতছাড়া না করতে দ্রুত আবেদন করুন!(WEBCSC Recruitment 2025)